Home প্রবাসী ওমানে ভাগনের হাতে দুই বাংলাদেশি সহোদর খুন

ওমানে ভাগনের হাতে দুই বাংলাদেশি সহোদর খুন

by Shohag Ferdaus
খুন

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভাগনের হাতে খুন হয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দুই সহোদর। ঘুমন্ত অবস্থায় তাদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ওমান পুলিশ। তারা হলেন- মো. জানে আলম (৪০) ও মো. হাবিব (৩৮)।

গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ওমানের ইবরি প্রদেশে এ হত্যার ঘটনা ঘটে। এ খবর শুক্রবার দেশে পৌঁছলে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম শুরু হয়।

নিহত দুই ভাই বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী মনুপাড়ার সামশুল আলমের ছেলে। এ ঘটনায় নিহতদের ভাগনে মো. জাবেদকে আটক করেছে ওমান রয়্যাল পুলিশ।

নিহতদের চাচাতো ভাই পেয়ার মুহাম্মদ বলেন, জানে আলম ও হাবিব ওমানের ইবরি প্রদেশে গ্রিল ওয়ার্কশপের ব্যবসা করতেন। দোকানে কর্মচারী হিসেবে খালাতো বোনের ছেলে শাকপুরার ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার জহির আহমদের ছেলে মো. জাবেদকে ওমানে নিয়ে গিয়েছিলেন।

বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় জাবেদ হাবিবকে গলা কেটে হত্যা করে। তার পাশে ঘুমিয়ে থাকা জানে আলম জেগে গেলে তাকেও হত্যা করে সে। এ সময় রুমে থাকা পাঁচ-ছয়জন আহত হন। খবর পেয়ে ওমান রয়্যাল পুলিশ রুমে থাকা তিন কর্মচারী ও ঘাতক জাবেদকে আটক করে।

ভয়েস টিভি/এসএফ

You may also like