Home সারাদেশ পাবনায় ‘অটো ও রুপভান’ চাষে ভাগ্য ফিরেলো চাষীদের

পাবনায় ‘অটো ও রুপভান’ চাষে ভাগ্য ফিরেলো চাষীদের

by Newsroom

পাবনায় আগাম জাতের শিম চাষে ভাগ্য ফিরেছে অনেক কৃষকদের। শীতের আগাম কৃষি ফসল হিসাবে ইতিমধ্যে বাজারে উঠেছে শিম। অটো ও রুপভান নামে দুই রকমের শিমের বেশ ভাল দামও পাচ্ছেন চাষীরা। এখানকার আগাম জাতের এই শিম চলে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে।

তবে এবার হঠাৎ করেই কৃষককে কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে বৈরী আবহাওয়া। অসময়ের বৃষ্টিতে ফলন কম পাওয়ার শঙ্কা তাদের। আর কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, পরামর্শ, প্রশিক্ষণ প্রদানসহ সব ধরনের সহযোগিতা নিয়ে শিমচাষীদের পাশে রয়েছেন তারা।

পাবনার আটঘরিয়া ও ঈশ^রদী উপজেলার বিভিন্ন এলাকায় এলাকা ঘুরো দেখা যায় মাঠ জুড়ে সবুজের সমারোহ। তার মাঝে হালকা বেগুনি রঙের ফুল দোলা দেয় কৃষকের মনে। তাইতো নিজের জমিতে পরিচর্যায় ব্যস্ত কৃষক-কৃষানী।

আর মাঠে মাঠে এখন চলছে আগাম জাতের শিম চাষ। অটো ও রুপভান নামের দুই জাতের আগাম শিম চাষে স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক, আবার ভাগ্য ফিরেছে অনেকের। শীতের আগেই শীতের সবজি হিসেবে শিমের চাহিদা থাকায় হাট-বাজারে বরাবরের মতো আগাম জাতের শিমের ভাল দাম পান চাষীরা।

এবারও তার ব্যতিক্রম নয়। শুরুতে ৫ হাজার টাকা মন বিক্রি করেছেন। বর্তমানে কিছুটা কমলেও তিন হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। তবে কিছুদিনের বৈরী আবহাওয়া দুশিন্তায় ফেলেছে চাষীদের। অসময়ের বৃষ্টিতে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

জেলার অন্যতম সবজির পাইকারী হাট ঈশ^রদী মুলাডুলি থেকে প্রতিদিন ট্রাকে করে এই শিম চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়। শিম কিনতে পাবনায় আসেন বিভিন্ন জেলার পাইকাররা।

তবে কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, শিমের ফলন বাড়াতে ও পোকা মাকর দমনে চাষীদের পরামর্শ, প্রশিক্ষণ প্রদানসহ নানাভাবে তাদের পাশে রয়েছেন তারা।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like