Home সারাদেশ কিশোরগঞ্জে মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুর

কিশোরগঞ্জে মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুর

by Shohag Ferdaus
মন্দিরে

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরের ভবানীপুরের একটি মন্দিরে হামলা চালিয়ে একদল সশস্ত্র দুর্বৃত্ত কালী মূর্তি ভাঙচুর করেছে। এ ঘটনায় পুলিশ স্থানীয় ইউপি মেম্বর মো. তাজুল ইসলাম শিপনসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে। পরে তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, ভবানীপুর গ্রামের শ্রীনিবাস বর্মন কালীপূজা অনুষ্ঠান শেষে আনন্দ উদযাপনের জন্য বিসর্জন না দিয়ে বাড়ির অস্থায়ী মন্দিরে রেখে দেন।

১৭ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে গানবাজনা করার সময় একদল চিহ্নিত দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুর করে।

এ ঘটনায় একইদিন রাতে শ্রীনিবাস বর্মন বাদী হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬ জনকে আসামি করে নিকলী থানায় মামলা রুজু করেন।

পুলিশ মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে চিহ্নিত পাঁচ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- মৃত জিনেস বর্মনের ছেলে উত্তম বর্মন (৩৫), দিনেস বর্মনের ছেলে পাপ্পু (২৬), মৃত উপেন্ড বর্মনের ছেলে নরেন্দ্র বর্মন (৪০), নুরুল ইসলামের ছেলে মো. তাজুল ইসলাম শিপন (৩৫), ও মৃত বাবর আলীর ছেলে মো. সুরুজ আলী (৪২)।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম সিদ্দিকী জানান, আসামিদের গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড আবেদনসহ কোর্টে প্রেরণ করা হয়েছে। এলাকার অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। অন্য আমাসিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like