Home সারাদেশ ভাঙারির দোকানে হঠাৎ বিস্ফোরণে হতাহত ২

ভাঙারির দোকানে হঠাৎ বিস্ফোরণে হতাহত ২

by Newsroom
চট্টগ্রামের
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি ভাঙারির দোকানে হঠাৎ বিস্ফোরণে সবুজ মিয়া (৩৫) নামে এক অটোরিকশার মেকানিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই দোকানে থাকা নাহিদ (২৫) নামে এক যুবক।
৩০ আগস্ট রোববার  দিনগত রাত ১১টার দিকে দুর্গাপুর পৌর এলাকার শিবগঞ্জ বাজারের মজিদ মার্কেটের কাঞ্চন মিয়ার ভাঙাররি দোকানে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চলিতাপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে এবং আহত নাহিদ (২৫) একই উপজেলার পৌর শহরের খুজিউড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে।
এদিকে আহত নাহিদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা  জানায় প্রতিদিনের মতো কাজ শেষে রোববার রাতে ওই দোকানেই ঘুমিয়ে ছিলেন সবুজ মিয়া ও নাহিদ। পরে রাত ১১টার দিকে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। শব্দ শুনে প্রতিবেশি ছুটে গিয়ে দেখতে পান যে বিস্ফোরণে ঘটনাস্থলেই সবুজ নিহত হন।
তবে কি কারণে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তা কেউ-ই বলতে পারছেন না।
এ বিষয়ে ৩১ আগস্ট সোমবার সকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ নুর এ আলম জানান, ভাঙারির দোকানটিকে অনেকগুলো ব্যাটারি রয়েছে। এসব ব্যাটারি থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভয়েস টিভি/ডিএইচ

You may also like