Home অপরাধ ময়মনসিংহে ভাতিজার দায়ের কোপে ফুপু নিহত

ময়মনসিংহে ভাতিজার দায়ের কোপে ফুপু নিহত

by Newsroom
বাস

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে জেরে দুই পরিবারের সংঘর্ষ চলাকালে ভাতিজার দায়ের কোপে ফুফু পারুল বেগম ওরফে সেলিনা (৫৭) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহত পারুল বেগম ওরফে সেলিনা সিধলা ইউনিয়নের সিধলা মানিয়াকান্দা গ্রামের মো. আব্দুল আজিজ খানের স্ত্রী।

৬ ডিসেম্বর রোববার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেফতাররা হলেন- মৃত শাহের উদ্দিনের ছেলে আবু আহম্মেদ (৫৬) ও তার ছেলে উজ্জ্বল মিয়া (২৮), মৃত শাহের উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৫৪), মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুর রউফ (৫৫), আব্দুর রশিদ (৪৬) এবং মৃত আব্দুল হেকিমের ছেলে মোতালেব (৩৬)।

এর আগে শনিবার বিকেলে উপজেলার সিধলা ইউনিয়নের মানিয়াকান্দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুুুই পরিবারের সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় শতাংশ জমি নিয়ে বিরোধে সিধলা বাজার থেকে সাখাওয়াত হোসেনকে ডেকে বাড়িতে নিয়ে যায় চাচাতো ভাই আব্দুর রশিদ। শনিবার বিকেলে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেশিয় অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পারুল বেগম তার ভাই সাখাওয়াতকে বাঁচাকে আসলে ভাতিজার দায়ের কোপে পারুলসহ ছয়জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পারুল বেগম মারা যান।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় মো. সাখাওয়াত হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। ইতিমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : পাবনায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ভয়েস টিভি/এমএইচ

You may also like