Home সারাদেশ ভারতীয় পুলিশকে মিষ্টি দিলেন সাতক্ষীরার এসপি

ভারতীয় পুলিশকে মিষ্টি দিলেন সাতক্ষীরার এসপি

by Newsroom

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশকে মিষ্টি দেয়া হয়েছে। ২৫ অক্টোবর রোববার সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ সুপারের পক্ষ থেকে ভোমরা ইমিগ্রেশন পুলিশ সীমান্তের শূন্য রেখায় এ শুভেচ্ছা উপহার হস্তান্তর করে। এসময় বিএসএফ ও কাস্টমস বিভাগকেও মিষ্টি দেয়া হয়।

ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ বিশ্বজিৎ সরকার জানান, দুর্গাপূজার নবমীতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের পাঠানো সৌহার্দ্যপূর্ণ মিষ্টি ভোমরা ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশকে উপহার দেয়া হয়েছে। একই সঙ্গে তাদেরকে পূজার শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন: হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

এতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী, ভোমরা ইমিগ্রেশন পুলিশের এএসআই সুমন মিয়া ও ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন, বিএসএফ ও কাস্টমস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like