Home জাতীয় ভারতের উপহারের টিকা আসছে ২১ জানুয়ারি

ভারতের উপহারের টিকা আসছে ২১ জানুয়ারি

by Amir Shohel
চীনা-ভ্যাকসিন

ভারতের উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ২০ লাখ ডোজ টিকা ২০ জানুয়ারি বুধবার নয়, ২১ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে আসছে।

১৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছে বলে ইউএনবির এক সংবাদে বলা হয়েছে।

এর আগে ১৮ জানুয়ারি সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছিলেন, বাংলাদেশ সরকারের কাছে দেওয়া ভারত সরকারের এক চিঠিতে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা দেওয়া কথা বলা হয়েছে। চিঠিতে লিখিত বক্তব্য অনুযায়ী আগামী ২০ জানুয়ারি ওই টিকা আসার কথা রয়েছে।

এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আসার কথা রয়েছে। ক্রয় করা ওই টিকার আগেই ভারতের উপহারের টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও জানিয়েছিলেন, ভারত উপহার হিসেবে টিকা দেবে। তবে কবে নাগাদ, কী পরিমান এবং কোন কোম্পানির টিকা উপহার হিসেবে ভারত দেবে তা জানাননি মন্ত্রী। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ভারতের উপহারের টিকা আসার তারিখ ও পরিমান জানান।

ভয়েসটিভি/এএস

You may also like