Home খেলার খবর নারী বিশ্বকাপে ভারতের কাছে বড় হার বাংলাদেশের

নারী বিশ্বকাপে ভারতের কাছে বড় হার বাংলাদেশের

by Imtiaz Ahmed

ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সালমা খাতুন যাও চেষ্টা করেছিলেন। যোগ্য সঙ্গীর অভাবে বিফলে যায় সালমার চেষ্টা।

শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের।

হ্যামিল্টনে ভারতের দেয়া লক্ষ্যমাত্রায় খেলতে নেমে ১১৯ রানে অলআউট হয় মেয়েরা। বাংলাদেশ হেরেছে ১১০ রানে।

ভারত আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২২৯ রান সংগ্রহ করে।

বাংলাদেশ অলআউট হয় ৪০.৩ ওভারে ১১৯ রান করে।

ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ।

প্রথম পাঁচ ওভারে স্কোরবোর্ডে মাত্র ১২ রান তুলতে সক্ষম হয়। সেই সঙ্গে আউট হয়ে ফেরেন শারমিন আক্তার।

গায়কোয়াডের অফ স্টাম্পের বাইরের বল প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা স্নেহা রানার হাতে ক্যাচ তুলে দেন তিনি।

তিনে ব্যাট করতে নামা ফারজানা হক ১১ বল খেলেও কোনো রান করতে পারেননি।

পূজা বস্ত্রাকারের বলে এলবির ফাঁদে পড়েন ফারজানা। অধিনায়ক নিগার সুলতানা ১১ বলে ৩ রান করে ক্যাচ দিয়ে ফেরেন।

মাঝে এবারের টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম ছক্কা মারেন মুর্শিদা খাতুন। এই ওপেনার করেন ৫৪ বলে ১৯ রান।

৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।এরপর হাল ধরেন সালমা খাতুন-লতা মণ্ডল।

সালমা ও লতা দুজন মিলে ষষ্ঠ উইকেটে গড়েন ৪০ রানের জুটি। ৩৫ বলে ৪ চারে ৩২ রান করে সালমা আউট হলে জুটি ভাঙে।

ঝুলি গোস্বামীর বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি।

৪৬ বলে ২৪ রান করে ফেরেন লতা মণ্ডল। এরপর দ্রুতই ফিরে যান ফাহিমা, নাহিদা ও রিতু।

ভারতের হয়ে স্নেহা রানা ৪টি, পূজা ও ঝুলন ২টি, গায়কোয়াড ও পুনম একটি করে উইকেট লাভ করেন।

You may also like