Home বিশ্ব ভারতের পিথোরাগড় সীমান্তে বর্ডার রোড বানাচ্ছে নেপাল

ভারতের পিথোরাগড় সীমান্তে বর্ডার রোড বানাচ্ছে নেপাল

by Newsroom

ভয়েস ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড় সীমান্তে বর্ডার রোড বানাতে সেনা মোতায়েন করেছে নেপাল। দারচুলা-তিনকার মধ্যকার ওই সড়কটি মহাকালী করিডর নামেও পরিচিত। নেপালিদের ভারতের সড়কের ওপর নির্ভরতা কমাতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। সুত্র, টাইমস অব ইন্ডিয়া।

যাতযাতের সড়ক না থাকায় ওই এলাকার গ্রামীবাসীদের ভারতের সড়ক ব্যবহার করতে হয়। সড়কটি তৈরি হলে নেপালের সাধারণ মানুষের ভারতের ওপর শুধু নির্ভরতাই কমবে না, দেশটির আর্মড-পুলিশও এলাকাটিতে বর্ডার পোস্ট বসাতে পারবে। একইসঙ্গে দিতে পারবে টহল।

এদিকে সড়কটি তৈরি হলেতিনকারের কাছেই চায়না বর্ডারেও যেতে সহজ হবে। পাশাপাশি পিলগ্রিম ও কৈলাস মানস সরোবরে যেতেও পর্যটকদের জন্য সহজ হবে। উত্তরাখণ্ডের কয়েকটি এলাকাকে নিজেদের মানচিত্রে স্থান দিয়ে নেপালের পার্লামেন্ট কিছুদিন আগে যে বিলটি পাস করেছে, সেই উত্তেজনার রেশ না কাটতেই এমন খবর এলাকাবাসীকে চিন্তিত করে তুলেছে।

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট আরো বলা হয়, অগ্রাধিকারভিত্তিতে সড়ক তৈরি করছে নেপালি সেনারা। কয়েকমাস আগেই ১৩৪ কিলোমিটার সড়কটি তৈরি করতে সেনাবাহিনী নিয়োজিত করে নেপাল সরকার।

You may also like