Home বিশ্ব ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২

by Amir Shohel

ভারতের জম্মু-কাশ্মিরে কাটরার বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইংরেজি নতুন বছরের শুরুতে শনিবার রাত পৌনে তিনটার দিকে এ ঘটনার সূত্রপাত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘বৈষ্ণদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ১৩ জন আহত। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত ২টা ৪৫ নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের দিকে তারা তেড়ে যান। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা।’

এদিকে এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘মাতা বৈষ্ণোদেবী মন্দিরে আকস্মিক দুর্ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবারের শোক জানাই।’

এদিকে মন্দিরে পদদলিত হয়ে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে তাৎক্ষণিক সাহায্যের ঘোষণা দিয়েছে মোদি সরকার।

You may also like