Home বিশ্ব ভারতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় আড়াই লাখ

ভারতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় আড়াই লাখ

by Shohag Ferdaus
চার হাজারের

করোনায় বিপর্যস্ত ভারতে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে আরও ৩ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন।

২৩ মে রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জনে। গত ২৪ ঘণ্টার মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৯৯ হাজার ২৬৬ জনে।

ভারতে করোনা সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১১.৩৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণের হার ৮.০৭ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার ৫৫৩ জনের। এ সময়ে বিশ্বে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৫ লাখ ৬৫ হাজার ৬৩৪ জন।

এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা ১৬ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ৪৭১। যাদের মধ্যে মারা গেছে ৩৪ লাখ ৬৮ হাজার ৩৯৯ জন। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে ১৪ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৭০ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার ৮০২ জন।

ভয়েস টিভি/এসএফ

You may also like