Home বিশ্ব ভারতে করোনা সংক্রমণ কোটি ছাড়িয়েছে

ভারতে করোনা সংক্রমণ কোটি ছাড়িয়েছে

by Shohag Ferdaus

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। যদিও দেশটিতে সংক্রমণ আগের তুলনায় কমেছে। ১৯ ডিসেম্বর শনিবার বিকেল পৌনে ৫টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

১৯ ডিসেম্বর শনিবার দেশটিতে মোট শনাক্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা আরও আগেই ভারতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল। বিশেষ করে সেপ্টেম্বরের মাঝামাঝিতে যখন দৈনিক শনাক্ত লাখের কাছাকাছি থাকতো। তবে গত মাস থেকে ওই অবস্থার পরিবর্তন হয়েছে। এ মাসে গড়ে দৈনিক ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১২৫ জন নতুন শনাক্ত এবং ৩৪৭ জন মারা গেছেন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন এক লাখ ৪৫ হাজার ১৩৬ জন।

ভাইরাসটিতে বিশ্বজুড়ে এ পর্যন্ত ৭ কোটি ৬১ লাখ ১০ হাজার ৫৭৩ জন মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ২৮৯ জন।

ভয়েস টিভি/এসএফ

You may also like