Home জাতীয় ভারত থেকে অবৈধভাবে আসছে গরু-মহিষ

ভারত থেকে অবৈধভাবে আসছে গরু-মহিষ

by Amir Shohel

কুড়িগ্রাম : কুড়িগ্রামে নদীপথে ভারতীয় সীমান্ত থেকে পাচার হয়ে আসছে গরু-মহিষ। অবৈধভাবে এসব পশু আসায় সঠিক দাম পাচ্ছে না দেশীয় খামারিরা। এদিকে, গরু পাচার রোধে সীমান্তবর্তী উপজেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

জানা গেছে, ভারতীয় সীমান্ত থেকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ দিয়ে বাংলাদেশের সীমান্তে পাচার হয়ে আসছে গরু-মহিষ। দৈ খাওয়া, সাহেবের আলগাসহ কয়েকটি সীমান্তে নদীপথে পশু পাচারের কাজ করছে দু’দেশের চোরাকারবারি সিন্ডিকেট। বন্যা এবং কোরবানির ঈদকে কেন্দ্র করে পাচার হওয়া এসব পশু বিক্রি করা হচ্ছে সীমান্তবর্তী কয়েকটি হাটে।

আর কম দামে এসব গরু-মহিষ কিনছে বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারিরা। এতে ক্ষতির মুখে পড়েছে দেশীয় খামারি ও গরু ব্যবসায়ীরা।আর ইজারাদারদের দাবী,কঠোর নজরদারি থাকায় সীমান্তে কমেছে পশুপাচার।

কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।কোনো অনিয়ম হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। দেশীয় খামারি ও গরু ব্যবসায়ীদের লোকসান ঠেকাতে ব্যবস্থা নেবে প্রশাসন।

 

ভয়েসটিভি/প্রতিবেদক/এএস

You may also like