Home বিশ্ব করোনায় সুস্থতার শীর্ষে ভারত

করোনায় সুস্থতার শীর্ষে ভারত

by Shohag Ferdaus
করোনায় মৃত্যুশূন্য

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুও। তবে করোনা থেকে মুক্তিও পাচ্ছেন অনেক মানুষ। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃতের দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সবার উপরে হলেও সুস্থতার বিবেচনায় এবার সবার উপরে উঠে এলো ভারত। ভারতে এখন করোনাজয়ীর সংখ্যা ৪৩ লাখ ছাড়িয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৬০৫ জন। শনিবার এই সংখ্যা ছিল ৯৩ হাজার ৩৩৭। সেই তুলনায় এ দিন নয়া সংক্রমিতের সংখ্যা ৭৩২ কম।

সবমিলিয়ে এখন পর্যন্ত ভারতে ৫৪ লাখ ৬১৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিদিন ভারতে যত সংখ্যক রোগী সুস্থ হয়ে উঠছেন, তাতে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা।

আর এখন পর্যন্ত ভারতে সবমিলিয়ে ৪৩ লাখ ৩ হাজার ৪৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ মোট আক্রান্তের ৭৯.৬৮ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৪ হাজার ৬১২ জন। সুস্থতার নিরিখে বর্তমানে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ লাখ ২৩ হাজার ৬৯৩ জন। সুস্থতা ও সংক্রমণ উভয় দিক বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ২০ হাজার ৯৫ জন।

ভয়েস টিভি/এসএফ

You may also like