Home জাতীয় ভার্চুয়ালি হবে এবারের অমর একুশে গ্রন্থমেলা

ভার্চুয়ালি হবে এবারের অমর একুশে গ্রন্থমেলা

by Newsroom
ভার্চুয়ালি

করোনা মহামারির কারণে এবারের অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি আয়োজনের উদ্যোগ নিয়েছে আয়োজক সংস্থা বাংলা একাডেমি। এ মহামারিতে বিগত বছরের মতো প্রাঙ্গণজুড়ে থাকবে না কোনো বইয়ের স্টল।

ভার্চুয়ালি আয়োজনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল ফিরোজ। তবে সে আয়োজন কিভাবে হবে সে ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।

এদিকে প্রকাশকদের দাবি, মেলা আয়োজন হওয়া না হওয়া নিয়ে কিছুই জানেন না তারা। অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি আয়োজনের কোনো সুযোগ নেই। আর তা কখনোই গ্রহণযোগ্য হবে না বলেও মনে করেন তারা।

১১ ডিসেম্বর শুক্রবার রাতে বাংলা একাডেমির পরিচালক জালাল ফিরোজ সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে করোনাভাইরাসের কারণে আগামী অমর একুশে গ্রন্থমেলা স্থগিত করা হয়েছে। আপাতত ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে ভার্চুয়ালি কিভাবে এই আয়োজন করা হবে, আয়োজক সংস্থার পরিকল্পনা সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে জানান বাংলা একাডেমির এই পরিচালক।

শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী জানিয়েছেন, করোনার উদ্ভুত পরিস্থিতিতে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিতের ব্যাপারে আগে থেকেই ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। আর এ সংক্রান্ত একটি প্রস্তাবনাও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলা একাডেমি।

তিনি বলেন, করোনার পরিস্থিতিতে বইমেলা না করার জন্যে মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। আগামী ১৩-১৪ ডিসেম্বর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

তবে অমর একুশে গ্রন্থমেলা আয়োজন স্থগিতের ব্যাপারে কিছুই জানে না প্রকাশনী সংস্থাগুলো। এদের কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, অমর গ্রন্থমেলার আয়োজন স্থগিত করা কিংবা কিভাবে আয়োজন করা হবে সে ব্যাপারে তারা কিছুই জানেন না। তবে ভার্চুয়ালি যদি অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয় তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন : বইমেলা স্থগিতের প্রস্তাব

ভয়েস টিভি/এমএইচ

You may also like