Home বিশ্ব ভার্জিনিয়ায় পুলিশের গুলিতে দুইজন নিহত

ভার্জিনিয়ায় পুলিশের গুলিতে দুইজন নিহত

by Newsroom
ভার্জিনিয়ায়

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একাধিক সহিংসতা চলাকালে পুলিশের গুলিতে পথচারীসহ দুইজন নিহত হয়েছে। এসময় গুলিতে পুলিশ সদস্যসহ আরও আটজন গুরুতর আহত হয়।

২৬ মার্চ শুক্রবার রাতে  বিচে স্থানীয় সময় শুক্রবার রাতে এ সহিংসতার ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমসের।

পুলিশ জানায়, প্রথমে লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং পরে তা সহিংশতায় রূপ নেয়। নিহতদের মধ্যে একজন নারী এবং অপরজন পুরুষ। তারা দুজনই পুলিশের গুলিতে নিহত হয়।

নিহত দেশায়লা হ্যারিস (২৮) সহিংসতায় জড়িত ছিলেন না। ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে প্রাণ হারাতে হয়েছে।নিহত অপরজন হলেন দোনোভোন লিঞ্চ নামে ২৫ বছর বয়সী এক যুবক।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, রিসোর্ট এলাকায় আটলান্টিক অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে এই সহিংসতা শুরু হয়। একদল লোক নিজেদের মধ্যে মারামারি শুরু করে এবং পরে তা সহিংসতায় রূপ নেয়।

এতে আরও বলা হয়েছে, সহিংসতার এক পর্যায়ে তারা নিজেদের মধ্যে গোলাগুলি শুরু করে। ফলে বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে কয়েক দফা গোলাগুলির শব্দ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বেশ কয়েকজনকে আহতাবস্থায় উদ্ধার করে। এরপর আরেকটি স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে।

প্রথম ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আহমন জাহরি অ্যাডামস (২২), নিকুয়েজ তিয়ন বেকার (১৮) এবং ডেভন মাউরাইস ডর্সি (২০)।

আরও পড়ুন : কুড়িগ্রামে পারিবারিক সহিংসতা ও করোনাভাইরাস বিষয়ে মতবিনিময়

ভয়েস টিভি/এমএইচ

You may also like