Home জাতীয় মা-বাবার ভালোবাসায় ভাগ বসানোয় ছোট বোনকে হত্যা

মা-বাবার ভালোবাসায় ভাগ বসানোয় ছোট বোনকে হত্যা

by Shohag Ferdaus
ছোট বোন

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে চার বছরের শিশু নুসরাত জাহান মিম হত্যায় জড়িত একমাত্র আসামি মিমের বড় ভাই আল-আমিনকে (১৪) গ্রেফতার করেছে র‌্যাব। বাবা-মায়ের ভালোবাসায় ভাগ বসানোয় ছোট বোন মিমকে হত্যা করা হয় বলে স্বীকার করেছে আল-আমিন।

মিমের পারিবারিক সূত্রে জানা গেছে, ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে মিম বাসায় ঘুমিয়ে ছিল। মা রোকসানা কাজে বেরিয়ে গেলে মিমকে ছেলে আল‌-আমিনের কাছে রেখে বের হন বাবা লিটন। ১০ মিনিট পর লিটন বাসায় গিয়ে মিমকে আর খুঁজে পাননি। এরপর থেকে তারা খোঁজাখুঁজি শুরু করেন। এলাকায় মাইকিংও করা হয়। এর ঘণ্টা খানেক পর বাসার পাশের গোসলখানায় মেয়ের লাশ দেখতে পান বাবা।

পরিবারের দাবি, শ্বাসরোধে মিমকে হত্যা করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ সময় নিহত মিমের বড় ভাই ১৪ বছরের আল-আমিনসহ প্রতিবেশী আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় র‌্যাব। জিজ্ঞাসাবাদে বোন মিমকে হত্যার কথা স্বীকার করলে ভাই আল-আমিনকে আজ গ্রেফতার দেখায় র‌্যাব।

বনানী থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, শিশুটির মুখে ও গলায় লালচে দাগ ছিল। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

ভয়েস টিভি/একে/এসএফ

You may also like