Home সারাদেশ ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

by Newsroom
ভাষ্কর্য নির্মাণের

মুজিব শতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করা হয়েছে। ৫ ডিসেম্বর শনিবার বিকেল ৪টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী শাখার উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

জাতীয় কবিতা পরিষদ নোয়াখালীর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমেলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষ্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের শুভক্ষণে মৌলবাদী গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে। তারা জাতির জনকের স্মরণে সম্মানে নির্মিত ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। যা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য খুবই অসম্মানের।

আরও পড়ুন : নোয়াখালীতে এক মাসে ১৯ ধর্ষণ

ভয়েস টিভি/এমএইচ

You may also like