Home জাতীয় ভাসানচরে যাচ্ছে আরও ২ হাজার রোহিঙ্গা

ভাসানচরে যাচ্ছে আরও ২ হাজার রোহিঙ্গা

by Amir Shohel
ভাসানচরে

চতুর্থ দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া আরও দুই হাজার রোহিঙ্গা।

১৫ ফেব্রুয়ারি সোমবার সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে ২ হাজার ১২ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা হন।

চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে মিয়ানমারের এই নাগরিকরা ভাসানচরে যাচ্ছেন।

ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে রবিবারই কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছান এই রোহিঙ্গারা।

চতুর্থ দফায় তিন হাজারেরও বেশি রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে ভাসানচরে স্থানান্তরের কথা রয়েছে।

এর আগে তিন দফায় রোহিঙ্গাদের ভাসানচরে নেয়া হয়েছে। আবার সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩০৬ রোহিঙ্গাকে সাগর থেকে উদ্ধার করে ভাসানচরে পাঠানো হয়।

চলতি মাসের শেষ সপ্তাহে পঞ্চম দফায় উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের আরও একটি দলকে স্থানান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

ভয়েসটিভি/এএস

You may also like