Home জাতীয় ভাসানচরে বিদেশি সংস্থার কর্মকর্তাদের জন্যে নির্মাণ হবে ভবন

ভাসানচরে বিদেশি সংস্থার কর্মকর্তাদের জন্যে নির্মাণ হবে ভবন

by Newsroom
রোহিঙ্গা

ভাসানচরে রোহিঙ্গাদের পর এবার জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিদেশি এনজিওতে কর্মরতদের ভবন নির্মাণ করতে যাচ্ছে সরকার। সেখানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত চারতলা বিশিষ্ঠ দুটি ভবন নির্মাণ কর হবে।

অনুমোদন পাওয়ার পর খুব শিগগির এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পরিচালক কমডোর আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, বিদেশি সংস্থায় যারা কাজ করছেন, তাদের জন্যে এখন আলাদা কোনো ভবন নেই। রোহিঙ্গাদের জন্যে তৈরি করা ভবনগুলো থেকে কয়েকটিকে আলাদা করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

তারা যাতে কক্সবাজারের মতো আধুনিক সুযোগ-সুবিধা ভাসানচরেও পান, সেজন্যে আমরা ভাসানচরে দুটি ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। এ দুটি ভবন নির্মাণের জন্যে প্রণীত প্রকল্পটি ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। আমরা খুব শিগগির ভবন দুটি নির্মাণের কাজ শুরু করবো।

এক প্রশ্নের জবাবে কমডোর আবদুল্লাহ আল মামুন বলেন, এখনও ডিটেইল ডিজাইন করা হয়নি। তাই বিস্তারিত বলা যাচ্ছে না।

১৩ হাজার একরের এই ভাসানচরে ইতোমধ্যে সাড়ে ছয় হাজার একর ভূমি মানব বসবাসের উপযোগী করে তোলা হয়েছে। রোহিঙ্গাদের জন্যে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। দু’দফায় যাওয়া প্রায় চার হাজার রোহিঙ্গার বসবাস এখন এই ভাসানচরে।

তবে এই স্থানান্তর প্রক্রিয়ায় এখনও ভালোভাবে যুক্ত হয়নি বিদেশি সংস্থাগুলো। মানসম্মত আবাসস্থল না থাকায় তাদের অনেকে সেখানে যেতে রাজি ছিল না।

ভয়েস টিভি/এমএইচ

You may also like