Home সারাদেশ ভাসানচর পরিদর্শন শেষে ফিরলো রোহিঙ্গা প্রতিনিধি দল

ভাসানচর পরিদর্শন শেষে ফিরলো রোহিঙ্গা প্রতিনিধি দল

by Amir Shohel

নোয়াখালীর হাতিয়া ভাসানচর পরিদর্শন শেষে কক্সবাজার ক্যাম্পে ফিরেছে রোহিঙ্গা প্রতিনিধি দল।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ায় সেনাবাহিনীর ট্রানজিট ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়েছে।

ভাসানচরে জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে ৪০ বর্গকিলোমিটার এলাকা রক্ষায় ১৩ কিলোমিটার দীর্ঘ বাঁধ এবং এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে।

গত শনিবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ২ নারী সদস্য সহ ৪০ জনের প্রতিনিধি দলটি ভাসানচর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যায়। পরিদর্শন শেষে রোহিঙ্গা প্রতিনিধি দল রোহিঙ্গাদের ভাসানচরে যেতে উদ্বুদ্ধ করার কথাও জানায়।

এদিকে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা সাড়ে তিনশর বেশি রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে আশ্রয় দিয়েছে সরকার।

ভয়েসটিভি/এএস

You may also like