Home ভিডিও সংবাদ ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালার অসদাচরণ

ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালার অসদাচরণ

by Amir Shohel

চট্টগ্রামে বাসা ভাড়া দিতে না পারায় তিন পরিবারকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়েছে বাড়িওয়ালা।

৫ সেপ্টেম্বর শনিবার রাত ১টায় কৈবল্যধাম আশ্রম গেইট এলাকাযর মনির ভূঁইয়ার কলোনিতে গর্ভবতী ও শিশুসহ ১০ জনকে মালামাল রেখে বের করে দেয় মালিক।

এখন পর্যন্ত খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে তারা।

এ ঘটনায় ভুক্তভোগীরা আকবরশাহ থানায় লিখিতভাবে অভিযোগ করে।

ভয়েসটিভি/এএস

You may also like