Home জাতীয় রাজধানীতে ত্রাণ ও ভিক্ষার নামে প্রতারণা

রাজধানীতে ত্রাণ ও ভিক্ষার নামে প্রতারণা

by Newsroom

ঢাকা: করোনার মানবিক সহানুভূতি নিয়ে ত্রাণ ভিক্ষা করছে একশ্রেণীর স্বচ্ছল মানুষ। অনলাইনে ম্যাসেজ দিয়ে টাকা চায় অনেকে। প্রোফাইল ঘুরে দেখা যায় ফেক আইডি খুলে তারা টাকা হাতিয়ে নিতে চায়। তবে এর পাশাপাশি ভিক্ষুকের সংখ্যাও বেড়েছে।

বায়তুল মোকাররমের উত্তর গেইটের ফুটপাতে প্রায়ই দেখা মিলতো ভিক্ষুকদের। কিন্তু করোনার কারণে এদের অনেকেই ভিক্ষা করেন মতিঝিলে। এদের মধ্যে কেউ কেউ আছেন যারা অন্য গরীবদের সাথে মিশে দান চান। বোরখা পরা এমন একজনের সাথে কথা বলতে চাইলে ক্যামেরা দেখে তিনি এড়িয়ে যান। তার সাথে থাকা আরোকজন জানান, অনেকেই ছদ্মবেশে ভিক্ষা বা মানবিক সহায়তা নিচ্ছে।

মতিঝিল পল্টনের পাশে ঘুরে ঘুরে ভিক্ষা করেন তারা। ৫/১০ টাকা দেয়াতে ক্ষেপে যান তাদের কেউ কেউ। এর বাইরে ফেসবুকেও বিভিন্ন আইডি থেকে নগদ সহায়তার নামে টাকা হাতিয়ে নেয়ার চক্র সক্রিয়। অন্যের ছবি ব্যবহার করে তারা এসব সহায়তা চান।

সময়ে সময়ে ত্রাণ ও সহায়তা চেয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। সরকার ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করে প্রকৃত দরিদ্রদের মানবিক সহায়তা দিলেও এর সুযোগ নিচ্ছে স্বচ্ছল অনেকে।
ভিডিওতে দেখুন নিয়ামুল আজিজ সাদেকের প্রতিবেদন-

ভয়েসটিভি/নিয়ামুল আজিজ সাদেক/দেলোয়ার

You may also like