Home সারাদেশ ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন নিয়ে সাংবাদিকদের জন্য কর্মশালা

ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন নিয়ে সাংবাদিকদের জন্য কর্মশালা

by Amir Shohel

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে ভোলায় সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানিয়েছেন, এ বছর ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৬৭৭ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ বছর বয়সী ২ লাখ ৪০ হাজার ৬২৯ জনকে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার ১০টি স্থায়ীসহ ১৬৯০টি কেন্দ্রে আগামী ৪ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পাইন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পুষ্টি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারিরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিরোধ জন্য ভিটামিন এ একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি।

এ সময় উপস্থিত ছিলেন- ডা. হাসনাইন আহমেদ, ডা. ফারজানা ও ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ গনমাধ্যম। ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা।

ভয়েসটিভি/এএস

You may also like