Home রাজনীতি নয় দিনে ১০ লাখ টাকা গণচাঁদা পেল ভিপি নুরের সংগঠন

নয় দিনে ১০ লাখ টাকা গণচাঁদা পেল ভিপি নুরের সংগঠন

by Amir Shohel

পর প্রায় দশ লাখ টাকার মতো অনুদান পেয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন ছাত্র অধিকার পরিষদ। নতুন রাজনৈতিক দল গঠন করতে গণচাঁদা চেয়ে বিজ্ঞপ্তি দেওয়ার ৯ দিনের মধ্যে এ অনুদান পায়। স্যোসাল মিডিয়ায় এ হিসাব প্রকাশ করেছেন পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান।

ঘোষণার নয় দিনে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টে নয় লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উল্লেখ করা হয়, মোট নয় লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা অনুদান আসলেও এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। ব্যালেন্স হিসেবে অবশিষ্ট রয়েছে ৮ লাখ ২৮ হাজার টাকা।

এ বিষয়ে রাশেদ খাঁন বলেন, আমাদের হিসাব পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত। প্রাপ্ত সব টাকাই নতুন গঠিত দলের সাংগঠনিক কাজ ও মানুষের অধিকার আদায়ের কাজে ব্যয় হচ্ছে এবং হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত এ প্ল্যাটফর্ম ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ গঠন করার পর এবার রাজনৈতিক দল গঠন করার প্রয়াস নিচ্ছে।

ভয়েসটিভি/এএস

You may also like