Home জাতীয় ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে সৌদি প্রবাসীদের মিছিল

ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে সৌদি প্রবাসীদের মিছিল

by Newsroom
ভিসার মেয়াদ

স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ ও ইকামা বৃদ্ধির দাবিতে সৌদি প্রবাসীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁ হোটেল এলাকায় এ মিছিল শুরু করেন তারা।

এর আগে সৌদি প্রবাসী শ্রমিকরা কারওয়ানবাজারের হোটেল সোনারগাঁওয়ের সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এসময় সৌদি প্রবাসী শ্রমিকরা স্বয়ংক্রিয়ভাবে ভিসা ও ইকামার মেয়াদ বৃদ্ধির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। উল্লেখযোগ্য হচ্ছে, দুনিয়ার প্রবাসী এক হও, আমাদের দাবি মানতে হবে, ভিসার মেয়াদ বাড়াতে হবে।

সৌদি প্রবাসী শ্রমিকরা বিক্ষোভ মিছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হতে থাকেন। এতে সোনারগাঁ হোটেলের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভয়েস টিভি/টিআর

You may also like