Home সারাদেশ পটুয়াখালীতে ভুটভুটি উল্টে নিহত ১

পটুয়াখালীতে ভুটভুটি উল্টে নিহত ১

by Newsroom
এনএসআই

পটুয়াখালীর মহিপুরে গাছ বোঝাই ভুটভুটি উল্টে রাস্তার পাশে খাদে পরে বাবুল (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এতে তার পিতা মো. রুহুল আমিন গুরুতর আহত হয়।

২০ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, সকালে রুহুল আমিন ও তার পুত্র বাবুল মোয়াজ্জেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে বেশ কিছু গাছ নিয়ে ভুটভুটিতে করে মহিপুরে যাচ্ছিলেন।

পথিমধ্যে নিজশিববাড়িয়া সংলগ্ন এলাকায় পৌছলে টমটমটি উল্টে সড়কে পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিক রুহুল আমিনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like