Home রাজনীতি তারেক রহমান ও খালেদা জিয়া ভুলের খেসারত দিচ্ছেন : গয়েশ্বর

তারেক রহমান ও খালেদা জিয়া ভুলের খেসারত দিচ্ছেন : গয়েশ্বর

by Newsroom

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দল ক্ষমতায় থাকতে ইচ্ছায় বা অনিচ্ছায় যে ভুল-ভ্রান্তি হয়েছে খালেদা জিয়া এবং তারেক রহমান সে ভুলের খেসারত দিচ্ছেন। ২১ আগস্ট শুক্রবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সদ্য প্রয়াত ভাইস-চেয়ারম্যান আব্দুল মান্নানের স্মরণে সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সরকারে থাকতে আমাদের কিছু ভুল-ভ্রান্তি হয়েছিলো। যার খেসারত আজকে জনগণ দিচ্ছে, আমরা দিচ্ছি, খালেদা জিয়া ও তারেক রহমান দিচ্ছেন। যারা অপকর্ম করেছে তারা খেসারত দেয় নাই। তারা কিন্তু আমাদের আশেপাশে আরও বলীয়ান হওয়ার চেষ্টা করছেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে বিএনপির এ নেতা বলেন, ‘এ ঘটনা বাংলাদেশের ভাবনা থেকে হয়নি। এর পরিকল্পনা অন্য কোথাও থেকে হয়েছে। এটাও ঠিক যে যারা গ্রেনেড হামলায় সম্পৃক্ত ছিলো তারা ভিকটিম বা আসামি হয়নি। এখানে আমাদেরও ব্যর্থতা আছে। আর আওয়ামী লীগ সরকার সেই বিষয়টা ভালো করে বিএনপির ওপরে চাপিয়ে দিতে পেরেছে।

গয়েশ্বর দাবি করেন, ২১ আগস্টের ঘটনার প্রকৃত দোষীরা এখনও বেঁচে। তারা নিরাপদে বেঁচে আছে এবং ভালো আছে। তারা দেশে আছে, দেশের বাইরেও আছে। সেটা সরকারের গোয়েন্দা সংস্থার অজানা নেই। যেহেতু এটা একটি রাজনৈতিক হিসাব-নিকাশের ব্যাপার সেই কারণে আসল ঘটনা কখনও আলোর মুখ দেখবে না, আপনারা-আমরা জানবো না।

ভযেস টিভি/ডিএইচ

You may also like