Home সারাদেশ ভূমিহীন নেতা আব্দুর রহিমের স্মরণসভা

ভূমিহীন নেতা আব্দুর রহিমের স্মরণসভা

by Newsroom
ভূমিহীন নেতা

সাতক্ষীরার ভূমিহীন নেতা, বিশিষ্ঠ রাজনীতিবীদ, ভাষা সৈনিক ও জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিমের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে এ উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও যখন সারাবিশ্ব মারাত্মক অর্থনৈতিক সংকটে নিমজ্জিত তখন আমাদের দেশে উন্নয়নের গতি অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী আন্তরিক হলেও আমরা অনেকে দুর্নীতিগ্রস্ত।

প্রয়াত আব্দুর রহিমের জীবন ও কর্ম হতে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানেই অন্যায় সেখানেই ছিলেন আব্দুর রহিম। সারা জীবন সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। তার জীবনাদর্শ থেকে সকলের শিক্ষা নেয়া উচিত।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজাহার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা কাজী রিয়াজ, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বাসদের সংগঠক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলালসহ আরও অনেকে।

ভয়েস টিভি/টিআর

You may also like