3
চলাচলে বাঁধা, নির্যাতন ও নীপিড়নের প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে অটোরিকশা চালক ও শ্রমিকরা।
২৪ জানুয়ারি রোববার দুপুরে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে বাংলাদেশ অটোরিকশা শ্রমিক কল্যাণ সোসাইটি ভূরুঙ্গামারী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, অটো শ্রমিক সোসাইটির সভাপতি শহিদুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল হাই, নির্যাতনের শিকার আব্দুল খালেক, মানু, খোকা প্রমুখ।
মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে যায়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।
ভয়েস টিভি/এমএইচ