Home বিশ্ব ভেনেজুয়েলার কারাগারে সহিংসতায় ৪৬ নিহত

ভেনেজুয়েলার কারাগারে সহিংসতায় ৪৬ নিহত

by Newsroom

ভয়েজ ডেস্ক: ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় শহর গুয়ানারের লস লিয়ানোস কারাগারে সহিংসতায় ৪৬ জন নিহত হয়েছে। কারারক্ষী ও গভর্নরসহ আহত হয়েছে আরও বেশ কয়েকজন। খাদ্য ও পানির সংকট নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিল বন্দিরা। সরকারের দাবি, বন্দিরা কারাগার ভেঙে পালানোর চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালে নেয়া হয়। সম্প্রতি করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে ভেনেজুয়েলার কারাগারগুলোতে। নতুন বিধি অনুযায়ী স্বজনদের কাছ থেকে খাবার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অসন্তোষ দেখা দেয় বন্দিদের মধ্যে। তাছাড়া লস লিয়ানোস কারাগারে আড়াইশো বন্দি থাকতে পারে। কিন্তু অন্য জায়গায় বন্দিদের রাখার ব্যবস্থা করতে না পেরে একসঙ্গে গাদাগাদি করে ওই জেলে প্রায় সাড়ে পাঁচশো বন্দিকে রাখা হয়েছিল।

You may also like