পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভাঙ্গুড়া ও মন্ডতোষ ইউনিয়নে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে মন্ডতোষ ইউনিয়নের একটি ওয়ার্ডে চায়ের দোকানে করা হয়েছে ভোটকেন্দ্র।
২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় মন্ডতোষ ইউনিয়নে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নির্ধারিত কোনো ভোট কেন্দ্র নেই। গ্রামের আঞ্চলিক সড়কের দুই মাথা আটকে দেয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া ওই সড়কে কাউকে প্রেবশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।
ওই সড়কের টুনিপাড়া মন্ডলমোড়ের দুইটি চারচালা চায়ের দোকানকে বানানো হয়েছে নারী ও পুরুষের পৃথক ভোটকেন্দ্র। আর একটি ছোট ঔষধের দোকানকে বানানো হয়েছে প্রিসাইডিং অফিসারের কক্ষ।
প্রিসাইডিং অফিসার মোহাম্মাদ আলী আজম বলেন, এই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কোনো নির্ধারিত ভোটকেন্দ্র এবং কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় নির্বাচন কমিশন বাজারের দোকানগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করছেন।
সহকারী প্রিসাইডিং অফিসার মো. মোফাজ্জল হোসেন বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৫৫৮ জন। সকাল সোয়া ১০টায় ২০/২৫ শতাংশ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভাঙ্গুড়া ও মন্ডতোষ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ২১ হাজার। চেয়ারম্যান পদে ৯ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
ভয়েস টিভি/এসএফ