Home খেলার খবর বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ শুরু

বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ শুরু

by Shohag Ferdaus
বাফুফেবাফুফে

দেশের ফুটবলে মাঠের অবস্থা করুণ হলেও জমে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। বার্ষিক কংগ্রেস শেষে ইতোমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে’র চার বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ। কংগ্রেস ও নির্বাচন ঘিরে রাজধানীর সোনারগাঁও হোটেলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

৩ অক্টোবর শনিবার বেলা ১১টা থেকে শুরু হয় বার্ষিক কংগ্রেস। সেখানে বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট নিয়ে আলোচনা হয়। এরপর দুপুর ২টা থেকে শুরু হয় নির্বাচনের ভোট গ্রহণ। ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটি, বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। অন্যটি শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে সমন্বয় পরিষদ। এ ছাড়া আছে একাধিক স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রার্থী ৪৭ জন।

বাফুফে নির্বাচনের প্রার্থীরা

সম্মিলিত পরিষদ

সভাপতি : কাজী সালাউদ্দিন।

সিনিয়র সহসভাপতি : সালাম মুর্শেদী।

সহসভাপতি : কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান ভুঁইয়া মানিক।

নির্বাহী সদস্য : হারুনুর রশীদ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, সত্যজিৎ দাস রুপু, ইলিয়াস হোসেন, ইকবাল হোসেন, জাকির হোসেন চৌধুরী, মাহিউদ্দিন আহমেদ সেলিম, বিজন বড়–য়া, অমিত খান শুভ্র, সৈয়দ রিয়াজুল করিম, কামরুল হাসান হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ, আসাদুজ্জামান মিঠু, নুরুল ইসলাম নুরু।

সম্মিলিত পরিষদ

সভাপতি : প্রার্থী নেই

সিনিয়র সহ-সভাপতি : শেখ মোহাম্মদ আসলাম।

সহ-সভাপতি : মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহাম্মদ মারুফ হাসান, আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

নির্বাহী সদস্য : আমিনুল হক মামুন, আবদুল ওয়াদুদ পিন্টু, টিপু সুলতান, মনজুরুল আহসান, মহিদুর রহমান মিরাজ, মিজানুর রহমান, সাব্বির হোসেন, আমের খান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, ফজলুর রহমান বাবুল, সাইফুল ইসলাম, হাসানুজ্জামান খান বাবলু, শাকিল মাহমুদ চৌধুরী, সৈয়দ মোস্তাক আলী মুকুল।

স্বতন্ত্র প্রার্থী

সভাপতি : শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়।

সহ-সভাপতি : তাবিথ আউয়াল।

নির্বাহী সদস্য : শাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন, কাজী মো. রফিক, রায়হান কবির, সাইফুর রহমান মনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like