Home সারাদেশ ভোটের আগের দিন নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী

ভোটের আগের দিন নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী

by Amir Shohel

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের একদিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান চৌধুরী মজনু। ২৯ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া সদরে এই প্রার্থীর নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

সংবাদ সম্মেলনে কলারোয়া পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদের প্রার্থী সাজেদুর রহমান চৌধুরী মজনু জানান, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস ও আস্থা রেখে নৌকা প্রতিককে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুলকে বিজয়ী করতে একযোগে কাজ করবো।

এ সময় বিদ্রোহী এ প্রার্থীর সমর্থক নেতাকর্মীরা তার এই সিদ্ধান্তের বিরোধীতা করে নির্বাচনের মাঠে থাকার জন্য জোর অনুরোধ করেন। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অটল থেকেছেন এই প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তারেক উদ্দীন, দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য শওকত হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমানসহ আরও অনেকে।

৩০ জানুয়ারি শনিবার সাতক্ষীরা কলারোয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামান বুলবুল (নৌকা), বিএনপির শরিফুজ্জামান তুহিন (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী নার্গিস সুলতানা (জগ) প্রতীক নিয়ে মাঠে রয়েছে।

এছাড়া সাবেক মেয়র আক্তারুল ইসলাম (নারকেল গাছ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় রয়েছেন কারাগারে আটক রয়েছেন। এই পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৮৪ ও মহিলা ভোটার সংখ্যা ১০ হাজার ৯৯৬ জন।

ভয়েসটিভি/এএস

You may also like