Home সারাদেশ সৈয়দপুরে জাপার ভোট বর্জন

সৈয়দপুরে জাপার ভোট বর্জন

by Shohag Ferdaus
ভোট বর্জন

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম।

বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে জাপার প্রধান নির্বাচনী কার্য়ালয়ে প্রেস কনফারেন্স করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

জাপা প্রার্থী অভিযোগ করে বলেন, জাতীয় পার্টি মহাজোটে থাকলেও লাঙ্গলের সুনিশ্চিত বিজয় জেনে সরকার দলীয় নেতাকর্মীরা লাঙ্গলের এজেন্টদেরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এমনকি লাঙ্গলের কর্মীদের গুম করাসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে।

সিদ্দিকুল আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও লাঙ্গল প্রতীকের কর্মীদের নানাভাবে হয়রানি করছেন।

আরও পড়ুন: ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

ভয়েস টিভি/এসএফ

You may also like