Home সারাদেশ ভোমরা বন্দরে ৮৭ টন ভারতীয় শ্যামা চাল জব্দ

ভোমরা বন্দরে ৮৭ টন ভারতীয় শ্যামা চাল জব্দ

by Amir Shohel

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে বাংলা‌দে‌শে অননুমোদিত তিন ট্রাক ভারতীয় উচ্চ মূল্যের শ্যামা চাল জব্দ করা হয়েছে। কম রাজস্ব মূল্যের নন বাসমতি চালের ঘোষণা দিয়ে বাংলা‌দে‌শে অননুমোদিত এসব চাল আমদানীর অভিযোগে জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা গো‌য়েন্দা (এনএসআই) ও কাষ্টমস এর যৌথ অভিযানে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় স্থলবন্দর ওপেন ইয়ার্ড থেকে চালগুলো জব্দ করা হয়েছে। যার ওজন ৮৭ মেট্রিক টন।

জাতীয় নিরাপত্তা গো‌য়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হা‌বিবুর রহমান তালুকদার জানান, কম রাজস্ব মূল্যের নন বাসমতি চালের ঘোষণা দিয়ে বাংলা‌দে‌শে অননুমোদিত তিন ট্রাক ভারতীয় শ্যামা চাল সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানী করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে কাষ্টমসের সহযোগিতায় স্থলবন্দর ওপেন ইয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় তিনটি ভারতীয় ট্রাক ভর্তি ৮৭ মেট্রিকটন চাল জব্দ করা হয়। ( ট্রাক গুলোর নং (ডই ২৩ই-০৩৫৫, ডই ৬৫ই-৪৭১৬, ডই ২৩ই-৬৬৩১)।

তিনি বলেন, বর্তমানে ভোমরা স্থলবন্দরের ১ নং গোডাউনে সিলগালা অবস্থায় সংরক্ষিত করে রাখা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। সিএন্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্সের নামে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের মেসার্স পলাশ ট্রেডার্স চালগুলো আমদানী করেছে।

ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, বাসুমতি মোটা চাল আনার কথা বলে শ্যামা চাল আমদানি করছিল। সেগুলো জব্দ করে বন্দর কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।

ভোমরা শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার আমির মাহমুদ জানান, প্রাথমিভাবে ধারনা করা হচ্ছে চালগুলো ভারতীয় উচ্চ মূল্যের শ্যামা চাল। কাগজপত্র যাচাই বাছাই ও চাল গুলো পরীক্ষা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েসটিভি/এএস

You may also like