Home অর্থনীতি ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকছে ভারতীয় পেঁয়াজ

ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকছে ভারতীয় পেঁয়াজ

by Newsroom
ভোমরা বন্দর

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ আমদানি কার্যক্রম শুরু হয়।

তবে শুধু মাত্র যে সকল পেঁয়াজের ট্রাকের লিও পারমিশন করা রয়েছে সেই ট্রাকগুলোই দেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন সিএন্ডএফ নেতৃবৃন্দ।

ব্যবসায়ীদের সংগঠণ ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধাক্ষ্য মাকসুদ খান বলেন, ভারত থেকে পেঁয়াজের ট্রাক দেশে প্রবেশ শুরু হয়েছে। তবে লিও পারমিশান (সকল ডকুমেন্ট কমপ্লিট) করা ট্রাকগুলোই দেশে প্রবেশ করতে পারবে। দিল্লি সরকার ভোমরাসহ তিনটি বন্দর দিয়ে ২৫ হাজার মেট্রিকটন পেঁয়াজ রপ্তানীর অনুমতি দিয়েছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, লিও পারমিশন করা পেঁয়াজ ভর্তি ট্রাক রয়েছে ৪০-৪৫ টি। তাছাড়া এগুলো ছাড়াও আরও ১২৫ ট্রাক পেঁয়াজ ভারতে আটকা পড়ে রয়েছে ব্যবসায়ীদের।

আরও পড়ুন: অবশেষে বাংলাদেশে পেঁয়াজ ঢোকার প্রক্রিয়া চলছে

ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোনের জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বর্তমান পর্যন্ত বেলা একটা পর্যন্ত তিনটি পেয়াজ ভর্তি ট্রাক দেশে প্রবেশ করেছে। দিন শেষ সন্ধ্যা সাড়ে ৬টায় জানা যাবে কতগুলো পেঁয়াজের ট্রাক দেশে প্রবেশ করলো।

ভয়েস টিভি/টিআর

You may also like