Home সারাদেশ ভোলায় প্রকৃতি ফিরে পেয়েছে প্রাণ; মুক্ত বন্য পশু

ভোলায় প্রকৃতি ফিরে পেয়েছে প্রাণ; মুক্ত বন্য পশু

by Newsroom
বন্যা দীর্ঘস্থায়ী

সবুজ বন, সাগরের নির্মল বাতাস, চিত্রা হরিণের ছুটে চলার পাশাপাশি অতিথি পাখির জলকেলি। ভোলার চর কুকরী-মুকরীর এই অপরূপ সৌন্দর্য্যে টানে প্রতিবছরই ছুটে যায় হাজারো প্রকৃতি প্রেমী। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে পর্যটক না থাকায় এই ম্যানগ্রোভ বন ফিরে পেয়েছে তার প্রকৃত সৌন্দর্য।

চারদিকে জলরাশি, মাঝে ছোট একটি দ্বীপ চরফ্যাশনের চর কুকরি-মুকরি। যেখানে চারপাশেই সবুজের সমারোহ। এই ম্যানগ্রোভ বনে রয়েছে কেওড়া, বাইন, গোলপাতা, গেওয়া,শিংড়া আর সুন্দরি গাছ। আর গাছে গাছে দেখা মেলে দোয়েল, ময়না, টিয়া, কাঠ বিড়াল, বানরসহ বৈচিত্রময় পশু-পাখি। রয়েছে গভীর বনে হরিনের ঝাকঁ।

কিন্তু করোনার কারণে সাধারন মানুষ না থাকায় এসব বন্য পশুপাখিরা ঘুরে বেড়াচ্ছে গোটা চর জুড়ে। তাদের পদচারণা এখন বনবিভাগের রেস্ট হাউজ, নারিকেল বাড়িয়াসহ বেশ কিছু স্পটও।

বিভাগীয় বন কর্মকর্তা জানালেন, এমন প্রাকৃতিক সৌন্দর্য আর পশুপাখিদের অবাধ বিচরণের সুযোগ দিতে ভবিষ্যতেও নজরদারি করা হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে চর কুকরী-মুকরী আরো দর্শনীয় স্থানে পরিণত হবে বলে মনে করছে স্থানীয়রা।

You may also like