Home সারাদেশ ভোলার মেঘনায় মিলছে না ইলিশ; হতাশ জেলেরা

ভোলার মেঘনায় মিলছে না ইলিশ; হতাশ জেলেরা

by Newsroom

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদীতে দিনরাত জাল ফেলেও জেলেদের জালে মিলছে না ইলিশ। অনেকেই ফিরতে হচ্ছে খালি হাতে। এতে চরম অর্থ সংকটে পড়েছে জেলেরা। দিনভর জালে যে মাছ পাচ্ছে তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নদীতে হঠাৎ করে ইলিশ সংকট হওয়ায় অভাব-অনটন আর অনিশ্চয়তার মধ্যে পড়েছে জেলেরা। পরিবার-পরিজন নিয়ে হতাশায় দিন কাটাছে তাদের। তবে মৎস্য বিভাগের মতে, খুব শিগগির ইলিশের দেখা মিলবে।

অথচ এই মেঘনা নদীতেই ইলিশ শিকার করে জীবিকা চালায় ভোলার দুই লাখের বেশি জেলে। ইলিশের আশায় প্রতিদিন তারা জাল, ট্রলার ও নৌকাসহ মাছ ধরার সব সরঞ্জাম নিয়ে নেমে পড়ে নদীতে। কিছুদিন আগেও ইলিশের দেখা পাওয়ায় ভালোই দিন কাটিছিলো তাদের। কিন্তু কয়েকদিন থেকে হঠাৎই মাছের দেখা পাচ্ছে না জেলেরা। সারদিন জাল ফেলেও মিলছে না ইলিশ। এতে চরম অর্থ সংকটে পড়েছে জেলেরা। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাছে।

ইলিশের সরবরাহ কমে যাওয়ায় আড়ৎগুলো আর আগের মতো জমে উঠছে না, এতে লোকসান গুণতে হচ্ছে জেলে ও মৎস্যজীবীদের। তবে খুব শিগগির মেঘনায় আবারো ইলিশের দেখা মিলবে বলে মনে করছে মৎস্য বিভাগ।

মৎস্য বিভাগের এমন আশার কথা শুনে আবারো ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছে জেলেরা।

You may also like