Home সারাদেশ ভোলার তজুমদ্দিনে নিখোঁজ জেলের সন্ধান মেলেনি

ভোলার তজুমদ্দিনে নিখোঁজ জেলের সন্ধান মেলেনি

by Newsroom
ভোলার

ভোলার তজুমদ্দিনে মেঘনায় যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ জেলে আল আমিনের (৩০) সন্ধান মেলেনি। ৭ ডিসেম্বর সোমবার সকাল থেকে কোস্টগার্ডের একটি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

নিখোঁজ আল আমিন উপজেলার সোনাপুর ইউনিয়নের লোকমান হোসেনের ছেলে।

এর আগে রোববার বিকালে উপজেলার চৌমুহনী লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রাকিব, মোশারেফ ও আলাউদ্দিন নামে তিন জেলে আহত হন। পরে তাদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রোববার বিকালের দিকে হাতিয়া-ঢাকা রুটের একটি লঞ্চ তজুমদ্দিনের চৌমুহনী ঘাটে নোঙ্গর করে উঠা-নামা করায়। পরে সেখান থেকে ফেরার পথে একটি জেলে নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়।নৌকার সব জেলেরা নদীতে পড়ে গেলে একজন নিখোঁজ ও তিনজন আহত হয়।

সন্ধার পর থেকে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও সোমাবার বিকাল পর্যন্ত তার সন্ধান মেলেনি।

ভোলার তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের ডুবরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও স্থানয়িভাবেও উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি সাধারন ডায়নি করা হয়েছে।

আরও পড়ুন : চীনে আরেক ভাইরাসের সন্ধান; রূপ নিতে পারে মহামারির

ভয়েস টিভি/এমএইচ

You may also like