Home সারাদেশ ভোলায় আউশ ধানের ভালো ফলনের আশা কৃষকদের

ভোলায় আউশ ধানের ভালো ফলনের আশা কৃষকদের

by Newsroom

ভোলা প্রতিনিধি: ভোলায় শুরু হয়েছে আউশ ধানের আবাদ। আবহাওয়া অনুকুলে থাকায় ভালো ফলনের আশায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এরইমধ্যে অধিকাংশ জমিতেই বীজ রোপন করা প্রায় শেষ। আর কৃষকদের উৎসাহ বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

টানা বর্ষণ, ঘূর্ণিঝড় আম্পান আর কয়েকদিনের বৈরী আবহাওয়ার দুর্যোগ কাটাতেই আউশ ধানের বীজ রোপন শুরু করেছে কৃষকরা। এ বছর জেলায় ৯৮ হাজার ২২৩ হেক্টর জমিতে স্থানীয় ও উফশি জাতের আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে ৮১ ভাগ বীজ রোপন শেষ। এখনো বিস্তীর্ণ জমিতে আউশ ধান রোপন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে তারা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন ভালো হবে বলে মনে করছে চাষীরা।

আউশ আবাদে কৃষকদের আরো বেশী উৎসাহ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আউশের ফলন ভালো হলে আগের বছরের লোকসান কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছে ক্ষতিগ্রস্থ কৃষকরা।

রিপোর্ট: ছোটন সাহা
এডিট: জেনিসিয়া বর্ণা

You may also like