Home সারাদেশ ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে আহত ২০

ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে আহত ২০

by Shohag Ferdaus
আহত ২০

ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। ভোলা পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে পৌরসভার ৪ নং ওয়ার্ডের পুলিশ লাইন্স সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান ও শওকাত হোসেন সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন, সেচ্ছাসেবক লীগ নেতা মহসিন, খলিল, ইকবাল, কামরুল, রুবেল ও ফারুক। এ ঘটনায় উভয় প্রার্থী একের অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন।

স্থানীয়রা জানান, কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মানের সমর্থকরা সকালের দিকে পুলিশ লাইন্স সংলগ্ন তিন রাস্তার মোড়ে গণসংযোগ করছিলেন। এ সময় অপর প্রার্থী শওকাত গ্রুপের সমর্থকদের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসয় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরে পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান অভিযোগ করে বলেন, তার নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে কাউন্সিলর প্রার্থী শওকত হেসেনের কর্মীরা। এতে আমাদের ৩০/৪০ সমর্থক আহত হয়েছে।

আহত ২০

অপর কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন পাল্টা অভিযোগে করে জানান, তার কর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আসাদ হোসেন জুম্মানের লোকজন। এতে কর্মী সমর্থকরা আহত হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে এনছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলেও পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

ভয়েস টিভি/এসএফ

You may also like