Home সারাদেশ ভোলায় মাস্ক ব্যবহার না করায় এক মাসে ৯৪ জনকে দণ্ড

ভোলায় মাস্ক ব্যবহার না করায় এক মাসে ৯৪ জনকে দণ্ড

by Newsroom
ভোলায় মাস্ক

ভোলায় মাস্ক ব্যবহার না করার দায়ে গত এক মাসে ৯৪ জনকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ১৩ জনকে কারাদণ্ড এবং ৮১ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

গত ২৪ ঘন্টায় ভোলা শহরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১১ জনের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভোলা সদর, ইলিশা, শিবপুর, তুলাতলী, ভেদুরিয়া, ভেলুমিয়া, বাংলাবাজার ও ঘুইংগারহাট এলাকায় সর্বমোট ৩৮টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৯৩টি মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আকিব ওসমান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের নিদের্শে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বিধিদ নিষেধ না মানায় এসব দণ্ড দেয়া হয়। জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এদিকে জেলায় গত ৮ মাসে এখন পর্যন্ত ৮৯৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৮০৪ জন এবং মারা গেছেন নয়জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো একজন আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন : করোনায় মৃত্যু ছাড়ালো ৯ লাখ ৩২ হাজার

ভয়েস টিভি/এমএইচ

You may also like