Home সারাদেশ ভোলায় যেকোন সময় লকডাউন হতে ৪৩ পয়েন্ট

ভোলায় যেকোন সময় লকডাউন হতে ৪৩ পয়েন্ট

by Newsroom

ভোলা প্রতিনিধি: ভোলায় বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। হঠাৎ সংক্রামণ বেড়ে যাওয়ায় শঙ্কিত সাধারন মানুষ। স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরত্ব না মেনে চলার কারণে সংক্রমণ বাড়ছে বলেই মনে করছে ভোলাবাসী। এদিকে করোনা রোগী বেড়ে যাওয়ায় ৪৩টি স্পটকে রেডজোন হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। আর যেকোন সময় এসব পয়েন্ট লকডাউন হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ।

এখানে স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরত্ব মেনে চলার দিকে কারোই নজর নেইই। ফুটপাত আর রাস্তায় যেমন ভীড়, একই অবস্থা বিপনী-বিতানগুলোতেও। কারো মাস্ক আছে তো গ্লাভস নেই। কেউ এসবের কিছুই ব্যবহার করছে না। এতে করোনা সংক্রমণে ঝুঁকি আরো বেড়েছে।স্বাস্থ্যবিভাগ বা প্রশাসন কারো নির্দেশনাই মানছে না সাধারন মানুষ।

সাধারন মানুষকে সচেতন করতে দিনরাত কাজ করছে পুলিশ ও নৌবাহিনী। আর সিভিল সার্জেন্টের মতে, এমন অবস্থা চললে যেকোন সময় লকডাউন হতে পারে ৪৩টি পয়েন্ট।

এ পর্যন্ত ভোলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দুইশর কাছাকাছি। এছাড়া ৪৮ জন সুস্থ্য হলেও মারা গেছে ২জন।

রিপোর্ট: ছোটন সাহা
এডিট: সায়িকা সাম্মা

You may also like