Home সারাদেশ ইলিশ ধরার দায়ে ভোলায় ১৩ জেলের জেল-জরিমানা

ইলিশ ধরার দায়ে ভোলায় ১৩ জেলের জেল-জরিমানা

by Newsroom
মৎস্য আহরণ নিষিদ্ধ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ভোলায় আরও ১৩ জেলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৭ জনের এক বছর করে কারাদণ্ড ও ৬ জনের পাঁচ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

৩০ অক্টোবর শুক্রবার মধ্যরাত থেকে ৩১ অক্টোবর শনিবার  সকাল পর্যন্ত আটকদের এ জেল ও জরিমানা করা হয়।

এদের মধ্যে লালমোহন থেকে আটক পাঁচ ও দৌলতখান থেকে আটক দুই জনকে কারাদণ্ড এবং চরফ্যাশন, লালমোহন ও দৌলতখান থেকে আটক ছয় জেলেকে জরিমানা করা হয়েছে। এছাড়াও ২১ হাজার মিটার কারেন্ট জাল ও ৯১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য অফিসের খামার ব্যবস্থাপক এইচএম জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮টি অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ১৩ জনের জেল ও জরিমানা করা হয়।

তিনি জানান, গত ১৮ দিনে এ পর্যন্ত ৪৯৭ জনের জেল জরিমানা হয়েছে। যারমধ্যে ৩০৯ জনের কারাদন্ড ও ১৮৮ জনের জরিমানা করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মেঘনা-তেতুলিয়া নদীতে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারী করেছে মৎস্যবিভাগ।

ভয়েস টিভি/টিআর

You may also like