Home সারাদেশ ভোলায় কৃষকদের বসতঘরে আগুন

ভোলায় কৃষকদের বসতঘরে আগুন

by Newsroom

ভোলায় ভয়াবহ আগ্নিকাণ্ডে কৃষকদের পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে তাদের পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

২৪ নভেম্বর মঙ্গলবার রাতে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মৃধা বাড়িতে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে কৃষক আহাদ, ইসমাইল ও জেলে জলিলের একটি করে ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আলী আহমদ ও লালু মৃধার একটি ঘর আংশিক পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, কৃষকদের বসত ঘরে আগুন লাগার পর তা মুহুর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মৃধা বাড়ির একটি ঘরের বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। খবর পেয়ে ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্থরা বসত ঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। কিভাবে নতুন ঘর তুলবেন সে চিন্তায় দিশেহারা তারা।

আরও পড়ুন : বেইজিংয়ে বণ্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ

এ ব্যাপারে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন দেয়া হবে। পরবর্তিতে তাদের আরও সহযোগিতা করা হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like