Home সারাদেশ ভোলায় চার ভারতীয় হাজতিকে হাউজিং কিটস প্রদান

ভোলায় চার ভারতীয় হাজতিকে হাউজিং কিটস প্রদান

by Newsroom
ভোলায়

ভোলায় জেলা কারাগারে বন্দি চার ভারতীয়কে হাউজিং কিটস সামগ্রী প্রদান করা হয়েছে। ৭ ডিসেম্বর সোমবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা ইউনিটের পক্ষ থেকে এসব সামগ্রী দেয়া হয়।

এর মধ্যে লুঙ্গি, টাওয়াল, সাবানসহ ১০ ধরণের পরিধান ও ব্যবহার সামগ্রী রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মো. আজিজুল ইসলাম প্রমুখ।

এ সময় মো. আজিজুল ইসলাম বলেন, দেশে ও বিদেশের কারাগারে অবস্থানরত হাজতিরা পরিবার বিচ্ছিন্ন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই অংশ হিসাবে হাজতিদের মানবিক সেবা প্রদান হয়।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বিদেশি শাড়ি নিয়ে নৌপথ নিয়ে আসলে মেঘনায় কোস্ট গার্ডের একটি টিম তাদের আটক করে। এদের মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে যুবককে গলা কেটে হত্যা

ভয়েস টিভি/এমএইচ

You may also like