Home সারাদেশ ভোলায় নৌ চলাচল স্বাভাবিক

ভোলায় নৌ চলাচল স্বাভাবিক

by Shohag Ferdaus
ভোলায়

বৈরী আবহাওয়ার কারণে দুই দিন বন্ধ থাকার পর ভোলার সব রুটে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে। ২৪ অক্টোবর শনিবার সকাল ৮টা থেকে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ।

বরিশাল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, আলেকজেন্ডার ও মনপুরা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে ভোলার সাথে দেশের দক্ষিণ-পূর্ব পশ্চিমাঞ্চলের যোগাযোগ শুরু হয়েছে। ভোলার বিভিন্ন ঘাট থেকে নৌযানগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় নৌ বন্দর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে দেয়া হয়েছে।

সকাল থেকেই ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটে ফেরি এবং ভোলা-লক্ষ্মীপুর, ভোলা- বরিশাল, লালমোহন-কালাইয়া, দৌলতখান-আলেকজেন্ডার ও তজুমদ্দিন-মনপুরা রুটে নৌযান চলাচল শুরু হয়েছে। এদিকে লঞ্চ ও ফেরি চলা শুরু হওয়ায় সরগরম হয়ে উঠেছে লঞ্চ ও ফেরিঘাটগুলো।

ভয়েস টিভি/এসএফ

You may also like