Home সারাদেশ করোনায় ভোলা কৃষি বিভাগের উপ-পরিচালকের মৃত্যু

করোনায় ভোলা কৃষি বিভাগের উপ-পরিচালকের মৃত্যু

by Newsroom

ভোলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু  মারা গেছেন।  তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সহ বহু আত্নীয়-স্বজন রেখে গেছেন। গত ৭ নভেম্বর উপ-পরিচালক হরলাল মধুর করোনা শনাক্ত হয়।

উপ-পরিচালক হরলাল মধুর বাড়ি মাদারীপুর জেলায়, তবে তার পরিবার গোপালগঞ্জ বসবাস করে আসছিলেন। চলতি বছরের ৫ এপ্রিল তিনি ভোলা জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হিসাবে যোগদান করেন।

তিনি করোনা আক্রান্ত ছাড়াও দীর্ঘদিন থেকে কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। এদিকে হরলাল মধুর মৃত্যুতে কৃষি বিভাগ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

ভয়েস টিভি/টিআর

You may also like