ভোলায় সাংবাদিকদের জন্যে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিতাভ অপু সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল ও ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক শংকর কুমার বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
এসময় তোফায়েল আহমেদ বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত। প্রধানমন্ত্রী সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতা করেছেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের আয়োজনে ও ভোলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানে জেলার ৭৫ জন সাংবাদিকদের হাতে চেক তুলে দেয়া হয়।
ভয়েস টিভি/এমএইচ